জমিতে বালু ভরাট নিয়ে দ্বন্দ্ব : ব্যবসায়ীকে মারধর করল ববি ছাত্রদল কর্মী

আশরাফুলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সড়কের এক নারী দোকানদারের কাছে চাঁদা দাবিসহ ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
অভিযুক্ত আশরাফুল হক মোল্লা
অভিযুক্ত আশরাফুল হক মোল্লা |নয়া দিগন্ত

জমিতে বালু ভরাট নিয়ে দ্বন্দ্বে এক ব্যবসায়ীকে মারধর ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে আশরাফুল হক মোল্লা নামে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর রূপাতলীর মুক্তিযোদ্ধা সড়কে দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশরাফুল সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী। অন্যদিকে ভুক্তভোগী ঠিকাদার মো: আনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে আশরাফুল বালু সরবরাহকারী ঠিকাদার আনোয়ারকে তার দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় আনোয়ার বাধা দিলে দোকানপাট ভাঙচুর ও তাকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এলাকার বাসিন্দা হান্নান বলেন, ‘আমার ভাইয়ের একটি জমিতে বালু ভরাটের জন্য আনোয়ারের সাথে কথা বলি। পরে আশরাফুল মোল্লা সেই জমিতে বালু ভরাট করে দিতে পারবেন বলে জানান। পরে জেনেছি তাদের দু’জনের মধ্যে বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছে।’

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ‘রূপাতলি এলাকায় বালু ভরাটের জন্য তিনি কিছু জমি প্রস্তুত করে পাইপ বসিয়েছেন। কিন্তু ছাত্রদলকর্মী আশরাফুল মোল্লা জমিগুলোতে নিজে বালু ভরাট করবেন বলে আমাকে বাধা দেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি দোকানে এসে আমাকে বাইরে ডেকে নিয়ে জমিতে বালু ফেলতে নিষেধ করেন। এ সময় আমি তার কথার প্রতিবাদ করলে তিনি আমাকে মারপিট করেন। ঘটনার পরও জমিতে বালু ফেললে আমার দোকান ভাঙচুর ও আমাকে অপহরণ করে হত্যা করার হুমকি দেন।’

অভিযোগের বিষয়ে আশরাফুল হক মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় ও আমাকে নিয়ে গালি দিয়ে কথা বলায় আমি আনোয়ারকে বাধা দেই। এ সময় আমি কিছুটা উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দিই, যেটা আমার ভুল হয়েছে। তবে তাকে মারধর করা ও হুমকি-ধামকির বিষয়টি সঠিক নয়।’

এদিকে আশরাফুলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সড়কের এক নারী দোকানদারের কাছে চাঁদা দাবিসহ ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।