পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্তি চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

‘অন্য বিশ্ববিদ্যালয় কোটা নিয়ে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না। আমাদের ইবিতে অযৌক্তিক কোনো কোটা থাকবে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য কোনো কোটা থাকবে না।’

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্তি চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্তি চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটায় ভর্তির সাক্ষাৎকার শুরু হয়েছে। এতে মুক্তিযোদ্ধার সন্তান, পোষ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারে আহ্বান করা হয়েছে। এদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা ব্যতীত সকল কোটা বিলুপ্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট ও সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ অন্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহিদ হয়েছেন। এক বছর পার না হতেই আবার কোটার প্রচলন করছে বিশ্ববিদ্যালয়। প্রশাসনকে অনতিবিলম্বে এসব কোটা বিলুপ্ত করতে হবে।’

সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয় কোটা নিয়ে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না। আমাদের ইবিতে অযৌক্তিক কোনো কোটা থাকবে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য কোনো কোটা থাকবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই আন্দোলনের প্রথমেই ছিল কোটার সংস্কারের দাবিতে এবং তা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়। এ এক দফার মাধ্যমে স্বৈরাচার হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। পূর্বের মতোই যদি কোটা থাকে তাহলে যারা আন্দোলন করেছে তাদের সাথে অবিচার করা হবে। আগামীকাল সকালের আগে প্রশাসন অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে সামঞ্জস্যপূর্ণ একটি সমাধান বের করবেন বলে প্রত্যাশা রাখি।‘