ইবিতে ছাত্রশিবিরের নবীনবরণ

জুলাই ছিলো পুরো প্রজন্মের চিন্তার জাগরণ : ছাত্রশিবির সভাপতি

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই ও আগস্ট হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন ছিল না। এটি ছিল পুরো প্রজন্মের চিন্তার জাগরণ। বিগত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিবাদী আচরণ নতুন করে মানুষ আর দেখতে চান না। এখন মানুষ গঠনমূলক কাজ চায়। আগের মতো কাদা ছোড়াছুড়ি, নোংরামি বা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায় না।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস জাতীয় রাজনীতিতে পরিবর্তন ঘটবে। সাধারণ মানুষ আর পুরনো ধাঁচের রাজনীতি পছন্দ করছে না। যারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে গঠনমূলক অ্যাজেন্ডা নিয়ে রাজনীতিতে আসবে তারাই ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে সফল হবে।’

এছাড়া জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের উপর গণভোট হওয়া যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন এ শীর্ষ নেতা।

এদিন সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় শাখা ছাত্রশিবির। এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আব্দুল মান্নান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও শাখা শিবির সেক্রেটারি ইউসুব আলীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।