মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্যে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও মটিভেশনাল স্পিকার অধ্যাপক ড. মীর মনজুর মাহমুদ।
আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো: ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজনেস অ্যান্ড ইকোনোমিকস স্কুলের ডিন মো: মাহবুব আলম।
ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ড. মো; রুহুল আমীনের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানগর্ভ প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের শিক্ষক ড. মোস্তফা হোসেন শাহিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ পর্ব পরিচালনা করেন শিক্ষক মো: কামরুজ্জামান খিজরী।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি সফট স্কিল ও হার্ড স্কিল অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
তারা বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে সাফল্য অর্জনের জন্য পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া ইসলামিক সংগীত, নাটিকা এবং ইংরেজি ও আরবি ভাষায় বক্তৃতা পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষপর্বে বক্তৃতা, কুইজ ও খেলাধূলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।