বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলমান এইচএসসির শুক্রবারের (১৭ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন সারাদেশের সব কেন্দ্রে পরীক্ষা স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আগামী ১৮ জুলাই শুক্রবারের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।