পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) তিনটি আবাসিক হল স্বাধীনতা হল, জুলাই-৬ হল ও মাতৃভাষা হলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভোজ (হল ফিস্ট) এর আয়োজন করেছে।
সোমবার (৪ আগস্ট) তিনটা আবাসিক হলে এই প্রীতি ভোজের আয়োজন করা হবে।
এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ৩টি বড় গরু ও ৩টি ছাগল ক্রয় করা হয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান শুধু পাবিপ্রবি নয়, সারা দেশের বিভিন্ন জেলার ছাত্ররাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই ঐতিহাসিক স্মৃতি ও সংগ্রামের বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে একতা ও সহমর্মিতা বাড়াতে এবার প্রথমবারের মতো বড় পরিসরে এই ফিস্ট আয়োজন করা হয়েছে।
বিশেষ এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। ফিস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে নানা প্রস্তুতি ও সাজসজ্জা।
আজ শনিবার রাত ৯টার দিকে গরু ও ছাগল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক ব্যতিক্রমধর্মী আনন্দ মিছিল করবে বলে জানা গেছে। এতে অংশ নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা, যারা ‘জুলাই চেতনা’কে হৃদয়ে ধারণ করে এই আয়োজনকে সফল করতে একযোগে কাজ করছেন।
স্বাধীনতা হলের একজন শিক্ষার্থী মুনতাসির আহমেদ বলেন,‘আমরা যারা গত বছরের আন্দোলনের অংশ ছিলাম, তাদের জন্য এই দিনটা অনেক আবেগের। সেই স্মৃতি স্মরণে হলে এমন আয়োজন খুবই ইতিবাচক একটি উদ্যোগ।’
জুলাই-৬ হলের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘এই গণঅভ্যুত্থান শুধু দাবি আদায়ের ইতিহাস নয়, বরং সেটা ছিল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিবাদ। তার বার্ষিকীতে এমন ভোজ আমাদের সেই স্মৃতিরই উদযাপন।’
এ বিষয়ে ফিস্টের দায়িত্বে থাকা জুলাই-৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘এবারে বেশ বড় পরিসরে ফিস্টের আয়োজন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ মহোদয়কে এ জন্য আমি ধন্যবাদ জানাই। এত বড় আয়োজনের সম্মতি আসলে উনাদের। আমরা কয়েকদিন থেকেই এ নিয়ে কাজ করছি। আমাদের প্রস্তুতিও সম্পন্ন। আশা করি আগামীকাল আমরা শিক্ষার্থীদের নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবো।’