জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে এ ফলাফল প্রকাশ হয়।
ফলাফল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা লগইন করে জানতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭শ’ ১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫শ’ ৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪ শত ২৫ জন (শতকরা ৪৫.৭৪) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১শ’ ২৮ জন (শতকরা ৫৪.২৬)।
অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১শ’ ৬১ জন (শতকরা ১২.০২)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস (-) ১৫.৭৫।
আজ বিকেল ৩টার দিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।
এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে ‘বি’ এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ, বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে প্রথমে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ভর্তি পরীক্ষা কাজে যারা রাতদিন অত্যন্ত পরিশ্রম করেছেন; কমিটির সদস্যরা, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ভিসিগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কাজে দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, বিশেষ করে মিডিয়া, মিডিয়া প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যারা দায়িত্ব নিয়ে ভর্তি পরীক্ষার সংবাদ প্রচার করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।