আন্তর্জাতিক ফেলোশিপ পেয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী ঊর্মি

আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য এ তিন দিনব্যাপী ফেলোশিপে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
জান্নাতুল নওরীন ঊর্মি
জান্নাতুল নওরীন ঊর্মি |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি সম্প্রতি সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাকাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য এ তিন দিনব্যাপী ফেলোশিপে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

জান্নাতুল নওরীন ঊর্মি বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক।

তরুণ নারীদের গণতান্ত্রিক কার্যক্রমে অংশগ্রহণের অংশ হিসেবে তিনি এ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এ কর্মসূচির আয়োজক। এছাড়া এতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সার্বিক সহযোগিতা করছে জাতিসঙ্ঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন।

অনুভূতি প্রকাশ করে ঊর্মি বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে অর্জিত মূল্যবান অভিজ্ঞতা যুব ও নারীর নেতৃত্ব শক্তিশালী করতে কাজে লাগাতে চাই। এছাড়া আমার এ অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ নারীদের অবস্থান ও নেতৃত্ব তুলে ধরার একটি দারুণ সুযোগ তৈরি করবে।’