রাকসু নির্বাচনের ফল ঘোষণা করতে ১২-১৫ ঘণ্টা লাগবে: ভিসি

ভিসি বলেন, আমরা এটা অন্তত বলতে চাই যে, আমাদের ৩/৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো
রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করে
রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করে |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ১২-১৫ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভিসি বলেন, আমরা এটা অন্তত বলতে চাই যে, আমাদের ৩/৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে। সর্বোচ্চ ১২-১৫ ঘণ্টার মধ্যে কাজটা শেষ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার বের করা থেকে গণনা সবকিছুই ক্যামেরার আওতায় থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আপনাদের (সাংবাদিক) মাধ্যমে পুরো দেশবাসীও বিষয়ে দেখতে পারবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিসি সালেহ হাসান নকীব নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানান। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'এখন পর্যন্ত অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এর পুরো কৃতিত্ব আমাদের শিক্ষার্থীদের। এসময় তিনি নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাক ও ইউনিফর্ম মিলিয়ে অন্তত দুই হাজার পুলিশ সদস্য ক্যাম্পাসে মোতায়েন থাকবে। এ ছাড়া অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও থাকবে সার্বিক সহযোগিতায়।

নির্বাচনের পর নবনির্বাচিত নেতাদের জন্য রাকসু ভবন প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন। তিনি বলেন, রাকসু ভবনে থাকা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। নির্বাচনের পরদিন থেকেই যেন নতুন প্রতিনিধিরা তাদের দাফতরিক কার্যক্রম শুরু করতে পারেন, সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রো-ভিসি (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর ড. মাহবুবর রাহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হবে।