গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্বের সামাজিক সমস্যার টেকসই সমাধানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের বিকাশে আবারো প্রাণবন্ত হয়ে উঠলো আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫-২৬’-এর গ্র্যান্ড ফিনালে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সামাজিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালনায় ষষ্ঠবারের মতো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবভিত্তিক সমাধান উদ্ভাবনই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
এ সময় হাল্ট প্রাইজ ন্যাশনাল টিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্রনীল মণ্ডল। পুরো আয়োজনটি দক্ষতার সাথে পরিচালনা করেন হাল্ট প্রাইজ গাকৃবি ডিরেক্টর সৃজন পণ্ডিত দিব্য, ডেপুটি ডিরেক্টর আমিনুল ইসলাম সিফাতসহ আয়োজক কমিটির সদস্যরা।
ফ্রেশ অনন্যার সৌজন্যে মাসব্যাপী চলা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল যথা— টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেস্কিউহারভেস্ট, টিম কর্নোভা ও টিম সেলুথিয়া তাদের উদ্ভাবনী সামাজিক ব্যবসায়িক ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করে।
বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়। পরে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাল্ট প্রাইজের মতো আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের বাস্তব প্রতিফলন। সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসার যে সাহস ও দায়বদ্ধতা হাল্ট প্রাইজ তৈরি করে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এখান থেকেই ভবিষ্যতের সফল সামাজিক উদ্যোক্তারা তৈরি হবে।’
তিনি চ্যাম্পিয়ন দলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার জন্য অগ্রিম শুভকামনা জানান এবং এই সফল আয়োজন বাস্তবায়নে আইকিউএসি, আয়োজক কমিটি, মেন্টর, বিচারক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত হাল্ট প্রাইজ একটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম, যা তরুণদের নেতৃত্বে উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সমস্যাগুলোর সমাধানে অনুপ্রাণিত করে।



