ইবিতে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সভায় সেশনজটের কারণ ও তা সমাধানের জন্য বিভিন্ন পলিসিগত বিষয়ে আলোচনা করা হয়।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবিতে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনা সভা
ইবিতে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনা সভা |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশনজট নিরসনে নতুন কর্মপরিকল্পনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের সাথে দু’ দফায় এ আলোচনা করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফায় ধর্মতত্ত্ব অনুষদ ও কলা অনুষদের ডিন এবং বিভাগীয় সভাপতিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফিসহ সকল বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন। সভায় সেশনজটের কারণ ও তা সমাধানের জন্য বিভিন্ন পলিসিগত বিষয়ে আলোচনা করা হয়।

পরে বিকেলে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিদের সাথে একই বিষয়ে আলোচনা করেন ভিসি।

আলোচনার বিষয়ে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘সেশনজটের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়ছে। তাই সেশনজটের কারণ ও তা সমাধানের উপায় বের করার জন্য আমরা ক্রমান্বয়ে সকল ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় সভাপতিদের সাথে আলোচনা করছি। আমরা আজকের মিটিংয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছি। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক ও আইসিটি সেলের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে উক্ত দফতরের সাথে আলাদাভাবে আলোচনা করে সমাধান করব।’