সম্প্রতি আন্তর্জাতিক স্কলার ড. জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা থাকলেও অনুমতি দেয়নি দেশের অন্তর্বর্তী সরকার। ঘটনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ভারতবিরোধী নানা স্লোগান দেন।
প্রতিবাদের একপর্যায়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সিমান্ত বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার ড. জাকির নায়েকের আগমনকে নিষিদ্ধ করেছে বর্তমান ইন্টেরিম সরকার। এটি আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এ নিষিদ্ধ করা মানে গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা। ভারতের প্রেসক্রিপশনে ড. জাকির নায়েকের আগমনকে সরকার নিষিদ্ধ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘২০২১ সালে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছিল। তখন বাংলাদেশের আপামর মুসলিম জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তখন ২১ জন ভাইকে শহীদ করা হয়। এরপরেও হাসিনা মোদিকে এনে স্বাধীনতার অর্ধশত বছর উদযাপন করে।’
বন্দি প্রত্যর্পণ আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, যদি জাকির নায়েক বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ যাতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত দেয়। আমাদের কথা এ যুক্তি অনুসারে তো সবার আগে হাসিনাকে ফেরত দেয়ার কথা। ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’



