ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে ইউজিসি।

নয়া দিগন্ত অনলাইন

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার সকালে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে ইউজিসি।

ইউজিসির সহকারী পরিচালক বা সহকারী সচিবের ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল।