জকসুর দাবিতে ভিসির কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি

আজ রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির কক্ষের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নুর আলম, জবি সংবাদদাতা
জকসুর দাবিতে ভিসির কক্ষের সামনে জবি শিক্ষার্থীরা
জকসুর দাবিতে ভিসির কক্ষের সামনে জবি শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ, রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির কক্ষের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘কবে হবে বলে দাও, হচ্ছে হবে বাদ দাও’, ‘জকসু আমার অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’, ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’, ‘চলছে লড়াই চলবে, জবিয়ানরা লড়বে’, ‘আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা’, ‘ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে আছি’- এমন নানা স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘আমরা অনেক সময় দিয়েছি। গত মে মাস থেকে এক-দুই মাসে এই নীতিমালা প্রণয়ন করা যেত। কিন্তু প্রশাসনের অদক্ষতার কারণে তা হয়নি। আমাদের দাবি ছিল বিশেষ সিন্ডিকেট ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো। কিন্তু প্রশাসন তা করেনি।’

তিনি আরো বলেন, ‘এতদিন আমরা বাইরে ছিলাম, প্রশাসন এসির বাতাসে ছিল। এখন আমরা ভিসি ভবনে থাকবো, প্রশাসন মন্ত্রণালয়, ইউজিসি ঘুরবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘আমরা এক বছর ধরে দাবি জানিয়ে আসছি। যমুনার সামনে থেকে উঠে এসে দেখি দাবির ফলাফল শূন্য। জকসুর নীতিমালা প্রণয়ন, রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট নির্দেশনার দাবি দৃশ্যমানভাবে পূরণ না হওয়া পর্যন্ত ভিসি ভবন ছাড়বো না।’

শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘আমরা দুই দফা দাবি নিয়ে এখানে বসেছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো কোনো অজানা কারণে আটকে আছে। প্রশাসনের নিরবতা ভাঙতে চাই। তারা কোথায় আটকে আছে, কেন এত দীর্ঘসূত্রিতা- তা জানাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

এর আগে, গত ১৯ আগস্ট থেকে জকসুর নীতিমালা অনুমোদন, রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২১ আগস্টও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

উল্লেখ্য, গত ৩০ জুলাই শিক্ষার্থীরা জকসুর রোডম্যাপ এবং সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয়ার জন্য প্রশাসনকে দুই দিনের আলটিমেটাম দেন।