কওমি মাদরাসার পরীক্ষায় হাদিকে নিয়ে প্রশ্ন, কী জানতে চাওয়া হয়েছিলো

‘গত ২১ জানুয়ারি (বুধবার) তাদের মাদরাসায় ফজিলত প্রথম বর্ষের তাফসীরুল জালালাইনের দ্বিতীয় খণ্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্রেই শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি প্রশ্ন রাখা হয়।’

বেলায়েত হুসাইন
জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া ও প্রতিষ্ঠানটির আলোচিত প্রশ্নপত্র
জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া ও প্রতিষ্ঠানটির আলোচিত প্রশ্নপত্র |ছবি : নয়া দিগন্ত

দেশের কওমি মাদরাসাগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। এবারের পরীক্ষায় দারুণ একটি কাজ করে প্রশংসায় ভাসছে রাজধানীর মুহাম্মদপুরে অবস্থিত কওমি মাদরাসা জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া। প্রতিষ্ঠানটি তাদের প্রশ্নপত্রে শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে একটি প্রশ্ন রাখায় এই প্রশংসা কুড়াচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মুফতী শামছুল আলম নয়া দিগন্তকে জানান, গত ২১ জানুয়ারি (বুধবার) তাদের মাদরাসায় ফজিলত প্রথম বর্ষের তাফসীরুল জালালাইনের দ্বিতীয় খণ্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্রেই শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি প্রশ্ন রাখা হয়।

ওই মাদরাসায় মুফতী শামছুল আলমই তাফসীরুল জালালাইন দ্বিতীয় খণ্ডের শিক্ষকতা করেন। কেন তিনি তার তৈরি প্রশ্নপত্রে শহীদ ওসমান হাদিকে উল্লেখ করলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিহাদের বিষয়ে একটি প্রশ্ন ছিল। জিহাদে যারা নিহত হন, ইসলামে তারা ‘শহীদ’ বিবেচিত হন। তা ছাড়া ‘হুকমি শহীদ’ বলেও একটা পার্ট আছে। ওসমান হাদিও যেহেতু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন, এজন্য তার বিষয়টি নিয়ে এসেছি।

উল্লেখ্য, প্রশ্নটি ছিল মূলত এভাবে- ‘জিহাদের বিধান বিস্তারিত লেখো, অতঃপর বর্ণনা করো- শরিফ ওসমান হাদি শহীদ কি-না?’ এই প্রশ্নটির স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মাদরাসাটি নিয়ে প্রশংসা করতে থাকেন।