উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করলেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা

ডাকসু নির্বাচনে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন উমামা। এর পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলন বয়কট করে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
উমামা ফতেমা
উমামা ফতেমা |সংগৃহীত

ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দিয়ে সরে যান বিভিন্ন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

জানা যায়, গত সপ্তাহে ডাকসু নির্বাচনে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন উমামা। এর পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলন বয়কট করে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

সংবাদ সম্মেলন বয়কট করা এক সাংবাদিক বলেন, ‘মাল্টিমিডিয়া সাংবাদিকদের কারণে ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে, উমামা ফাতেমা এই ধরনের মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি আমাদের অপমান করেছেন। তার মন্তব্যে আমরা আহত, মর্মাহত।’

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি উমামা ফাতেমা তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে বিষয়টি স্পষ্ট করতে হবে।’