আগামী সপ্তাহে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন
শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন |নয়া দিগন্ত

আগামী সপ্তাহেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে উন্মুক্ত আলোচনার জন্য সকল সংগঠনকে আহ্বান জানিয়েছি। সাংস্কৃতিক সংগঠন, স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বসেছি। পাশাপাশি আচরণবিধি ও ভোটার তালিকা তৈরির কাজও চলমান আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবো।’

সভায় নির্বাচন কমিশনের সদস্যরা সাংবাদিকদের কাছ থেকে আচরণবিধি প্রণয়ন বিষয়ে মতামত নেন। সাংবাদিকরাও নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন।