রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হচ্ছে শিক্ষার্থীদের জন্য দু’টি বাস এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) জন্য একটি গাড়ি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ যানবাহনগুলো ক্রয়ের অনুমোদন দিয়েছে। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জাকিরুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং প্রো-ভিসির দাফতরিক ব্যবহারের জন্য নির্ধারিত শর্ত সাপেক্ষে এ গাড়িগুলো কেনা যাবে। তবে এ কেনাকাটার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিমালা এবং পূর্বানুমোদন সাপেক্ষে গাড়িগুলো ক্রয় করতে হবে। এছাড়া, নতুন প্রো-ভিসি কর্মস্থলে যোগদানের আগে তার জন্য নির্ধারিত গাড়িটি কেনা যাবে না।
নতুন বাস প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘ দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকাত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাসের সঙ্কট ছিল। বর্তমানে আমাদের সাতটি বাস রয়েছে, যার সাথে নতুন আরো দু’টি বাস যুক্ত হলে শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ হবে। একইসাথে প্রশাসনের জন্য একটি নতুন গাড়ি ক্রয়ের অনুমোদনও আমরা পেয়েছি।’
দ্রুততম সময়ের মধ্যে এ অনুমোদন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিসি।



