নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ভাইস চ্যান্সেলরের বাঙলোস্থ পুকুরে ও নীল দীঘিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যাস্টেট অ্যান্ড হাউজিং শাখার আয়োজনে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সংগৃহীত রুই এবং কাতলা মাছের পোনা অবমুক্ত করেনি তনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।