নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
জানা যায়, সকাল ৯টার দিকে গোপালগঞ্জ শহরের স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বিজয় উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সকাল ১০টার দিকে অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘বাঙালি জাতির যত অর্জন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম হলো আমাদের এ বিজয় দিবস। তবে গত ৫৫ বছরে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সেভাবে ধারণ করতে পারিনি। আমরা আমাদের পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের সঠিক প্রতিফলন রাখতে পারিনি। কারণ একটি নির্দিষ্ট গোষ্ঠী মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রাখতে চায়। অথচ মুক্তিযুদ্ধ আমাদের জাতির একটি সামষ্টিক অর্জন। আমাদের এ বিজয় দিবসকে আরো বেশি আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা উচিত ছিল। আমরা সততার সাথে জীবনযাপন করলেই বরং প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া যেত।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মইনুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন মো: আব্দুর রহমান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, রেজিস্ট্রার মো: এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক মো: বদরুল ইসলাম প্রমুখ।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রধান ফটক, আবাসিক হলগুলো আলোকসজ্জার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।



