নোয়াখালী বিজ্ঞানওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (নোবিপ্রবি প্রেস ক্লাব) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯টি পদের বিপরীতে ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক কালেরকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাদমান রাকিন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি মো. নাঈমুর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ খান।
নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মিলন হোসাইন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), দপ্তর সম্পাদক: মো. তৌফিকুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন), পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: মো. রবিউল আউয়াল (দৈনিক গণকণ্ঠ), অর্থ সম্পাদক পদে জসীম উদ্দিন জয় (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মেহেদী হাসান রনি।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমার ক্যাম্পাস-এর প্রতিনিধি মো. হিমেল রানা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক এবং ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামালউদ্দিন।



