জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাকসুর নির্বাচন কমিশনের সদস্যদের, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষগণ ও গণমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এবারের জাকসুতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্পাদকীয় পদগুলোতে ছাত্রশিবিরের আধিপত্য দেখা গেছে। জিএসসহ সম্পাদকীয় পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে ফারহানা আক্তার লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে রাশেদুল ইমন লিখন, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনী মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর।
এছাড়াও কার্যকরী সদস্য পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা।
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে থেকে অন্যান্য নির্বাচিতরা হলেন সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী।