অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

এর আগে, বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পরে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক।

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি

Location :

Mymensingh
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পরে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক।

উল্লেখ্য, বাকৃবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাত ৮টার দিকে হামলা করে বহিরাগতরা। এতে সাংবা‌দিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন। ঘটনার পর থে‌কে ক‌্যাম্পা‌সে থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে।