জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Dhaka
নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘ডি’ ইউনিটে ২২ হাজার ৬৭১ জন শিক্ষার্থী পাস করেছেন। যার মধ্যে ৮ হাজার ২৩৭ জন ছাত্র এবং ১৪ হাজার ৪৩৪ জন ছাত্রী।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ছাত্রীদের উপস্থিতি ছিল ৩৩ হাজার ৪৯১ জন, পাস করেছে ১৪ হাজার ৪৩৪ জন। পাসের হার ৪৩.১০ শতাংশ। অপরদিকে ছাত্রদের উপস্থিতি ছিল ২৪ হাজার ৪৯১ জন, পাস করেছে ৮ হাজার ২৩৭ জন, পাসের হার ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে মোট আসন ৩১০টি; যার মধ্যে ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি। মোট ৭০ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।