সেপ্টেম্বরে নির্বাচন

চাকসুর তফসিল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে

কয়েক দফা আন্দোলনের পর গত ১ আগস্ট ৫৫৯ তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র চূড়ান্ত করলেও এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে, চাকসু নির্বাচনের জন্য ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram

আগামী সপ্তাহের শেষ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহের যেকোনো দিন অনুষ্ঠিত হবে নির্বাচন।

কয়েক দফা আন্দোলনের পর গত ১ আগস্ট ৫৫৯ তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র চূড়ান্ত করলেও এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে, চাকসু নির্বাচনের জন্য ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিনকে আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।

নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার বিষয়ে ড. মনির উদ্দিন বলেন, আমরা ভোটার তালিকা প্রস্তুত করছি। আগামী রোববারের মধ্যে এটি চূড়ান্ত হবে। পাশাপাশি আচরণবিধি নিয়ে কাজ চলছে। এই দু’টি বিষয় প্রস্তুত হলে আমরা তফসিল ঘোষণা করব। তবে আমরা এখনই তারিখ বলতে ছাচ্ছি না। আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে।

সর্বশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচন হয়। এরপর শিক্ষার্থীরা বারবার আন্দোলন করলেও নির্বাচন হয়নি। অবশেষে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে।