চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল এবং হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে প্রার্থীদের খসড়া ব্যালট নম্বরও প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ৪৭ জন ছাত্রী (নারী প্রার্থী) রয়েছেন। এছাড়া হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯২ জন।
এদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীরই ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্যালট নম্বর পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ফলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় এখন সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। যার উত্তাপ ছড়িয়ে শাটল ট্রেন এবং চট্টগ্রাম শহরেও।
চাকসুর প্রধান তিনটি পদের প্রত্যেকটিতে ২০ জনের অধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়। এছাড়া সম্পাদকীয় পদগুলোতেও প্রতিটিতে দশের অধিক প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দেখা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী চাকসু ও হল সংসদে চূড়ান্ত প্রার্থী আছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে নির্বাচন করছেন ৪৯২ জন। নির্বাচনে খসড়া ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
চাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সম্পাদকীয় পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন, দফতর সম্পাদক পদে ১৭ জন, সহ-দফতর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন ও নির্বাহী সদস্যের পাঁচটি পদে ৮৫ জন প্রার্থী রয়েছেন।
চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, ‘আজ ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রার্থী তালিকায় প্রকাশিত প্রার্থীদের বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ নির্বাচন কমিশনের নিকট জমা পড়েনি। সেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে উক্ত প্রার্থী তালিকাকে চূড়ান্ত তালিকা হিসেবে ঘোষণা করা হলো। তবে কিছু প্রার্থীর নামের শেষে ডাকনাম সংযোজনের কাজ চলছে, যা তাদের সিরিয়াল নম্বরে কোনো প্রভাব ফেলবে না।’
এছাড়া প্রার্থী তালিকায় প্রদত্ত ব্যালট নম্বর (খসড়া) বাংলা বর্ণমালার ক্রমানুসারে নির্ধারিত হয়েছে। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত হয়নি, তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যালট নম্বরকেও চূড়ান্ত হিসেবে গণ্য করা হলো।
তিনি জানান, চাকসু নির্বাচনে মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন, এর মধ্যে ৪৭ জন ছাত্রী (নারী প্রার্থী) রয়েছেন। প্রার্থী তালিকা এবং ব্যালট নম্বর চূড়ান্ত হওয়ায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলেও তিনি জানান।
ডোপ টেস্ট রিপোর্ট ভিসির নিকট হস্তান্তর
এদিকে, চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানকারী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: মোহাম্মদ আবু তৈয়ব। এসময় আরো উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি মেডিক্যাল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা এবং মেডিক্যাল টেকনোলজিস্ট মোশাহীদুর রহমান খান ও এ বি এম ইউসুফ।
সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এর পরপরই ভোট গণনা শুরু হবে।