বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১-এর সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।
শোকসভায় ভিসি ড. আতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, ‘বেগম খালেদা জিয়া কর্ম, চিন্তা ও আচরণে সার্বজনীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। গণতন্ত্র রক্ষায় তার প্রজ্ঞা, দেশপ্রেম, নারীদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি কার্যক্রম বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান।
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন সততার প্রতীক; এ আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।’ তার অবদান নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা ও সমালোচনামূলক চিন্তার চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল দলীয় নেত্রী নন, তিনি সর্বসাধারণের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। নারী শিক্ষা উন্নয়নে তার উদ্যোগ ও গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থান জাতির জন্য অনুকরণীয়। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।’
শোকসভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন ও একই বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা।
বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: তৌহিদুল ইসলাম ও মো: তাসফিক সিকদার।



