রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। পরে ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি এলইডি স্ক্রিনে সম্প্রচার করা হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। বিপুল এ ভোটারদের মোট ৯৯০টি বুথ থাকবে। আশা করছি, এ ব্যবস্থায় ভোটারদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এছাড়া ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।’