সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপান যাচ্ছেন পাবিপ্রবির ৭ শিক্ষার্থী

এ আন্তর্জাতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে পাবিপ্রবির শিক্ষার্থীরা জাপানে প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক নানা কার্যক্রমে অংশ নেবেন।

বি এম মিকাইল হোসাইন, পাবিপ্রবি

Location :

Pabna
জাপান যাচ্ছেন পাবিপ্রবির এক শিক্ষকসহ ৭ শিক্ষার্থী
জাপান যাচ্ছেন পাবিপ্রবির এক শিক্ষকসহ ৭ শিক্ষার্থী |নয়া দিগন্ত

জাপানে অনুষ্ঠিতব্য ‘সাকুরা সায়েন্স প্রোগ্রাম ২০২৫’ এ অংশ নিতে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাত শিক্ষার্থী ও এক শিক্ষক।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক শেখ রাসেল আল আহমেদের নেতৃত্বে তারা এ আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নেবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের আরপা কর পূজা, পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের মো: আবদুর রাকিব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মোস্ত মুননি খাতুন ও কামিল আহমাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও মনব চন্দ্র চাঁদা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জাবিন তাসনিন উপমা।

প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এটি আয়োজন করছে জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশি। আয়োজক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাসানোরি হানাওয়া ও হিরোমিৎসু নিশিজাকি।

এ আন্তর্জাতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে পাবিপ্রবির শিক্ষার্থীরা জাপানে প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক নানা কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি জাপানি সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থা সম্পর্কেও প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

এ বিষয়ে অধ্যাপক শেখ রাসেল আল আহমেদ বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো সাতজন শিক্ষার্থীসহ আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আমরা জাপানে অবস্থান করব। আমরা সকলেই জানি, এবারের হোস্ট ইউনিভার্সিটি একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। তাই আমাদের শিক্ষার্থীরা সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কৃষিক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সেই সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পাবে। পাশাপাশি বাংলাদেশের কৃষি খাতে এ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে কীভাবে টেকসই উন্নয়ন সাধন করা সম্ভব সেই বিষয়েও তারা মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবে।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাপানের উন্নত প্রযুক্তিগত অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের চিন্তাধারায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো আমাদের সাতজন মেধাবী শিক্ষার্থী এবং একজন সম্মানিত ফ্যাকাল্টি জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ সাতজন শিক্ষার্থীই কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে গভীর আগ্রহ ও দক্ষতা রাখে। এবারের আয়োজক বিশ্ববিদ্যালয়টি কৃষিভিত্তিক হওয়ায়, প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে কৃষি উন্নয়নকে আরো গতিশীল ও কার্যকর করা যায়, তা অনুসন্ধান ও অভিজ্ঞতা অর্জন করা। শিক্ষার্থীদের অসাধারণ পারফরম্যান্স ও মেধা আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরো উজ্জ্বল করবে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সাথে তুলে ধরবে।’