জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ক্লাস রোববার (২২ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দিনের ক্লাস ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নবীনদের বরণ করে নিতে নেয়া হয় নানা প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ২ জুন ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়।
ক্লাস শুরুর দিনে ক্যাম্পাসজুড়ে নবীনদের চোখেমুখে ছিল নতুন আশা ও স্বপ্নের ঝিলিক। ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ জবির ইংরেজি বিভাগে ভর্তি হতে পারায় আমার জীবনের নতুন যাত্রা শুরু হলো। পরে পথগুলো ও সাফল্যের সাথে অতিক্রম করতে চাই। এমন উৎসবমুখর পরিবেশের মাধ্যমে স্বাগত জানানোর কারণে জবির প্রতি কৃতজ্ঞতা।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘নবীন শিক্ষার্থীদের জন্য এটি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ধাপ। আমরা চাই, তারা শুরু থেকেই পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। এজন্য অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে সংশ্লিষ্ট বিভাগ ও দফতরগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাগত জানাই এবং আশা করি তারা নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ প্রস্তুত করবে। আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল ও গতিশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।’
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির বাইরে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। এবারে মোট এক লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। যার মধ্যে প্রায় ৪০ হাজার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। দুই হাজার ৮১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষাগুলো ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচটি ইউনিটে (এ, বি, সি, ডি, ই) অনুষ্ঠিত হয়।