বাউয়েটে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভিডিও, প্রামাণ্যচিত্র প্রদর্শন

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়
ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বাউয়েটের স্কাইলাইট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুজ্জামান। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের বাংলা প্রভাষক আরিফা সুলতানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো: শওকত হুসেন পিএসসি (অবসরপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবসরপ্রাপ্ত), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল (অবসরপ্রাপ্ত), মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূইঞা, অন্য বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।