ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঞ্চিত করার অভিযোগ উঠায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো: রবিউল ইসলামকে।
সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ (নৃবিজ্ঞান বিভাগ), সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী।
কমিটিকে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত ঘটনা যাচাই ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য জরুরি ভিত্তিতে এ কমিটি কাজ করবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকেই অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মনোনয়ন ফরম নিতে যায়। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সাধারণ ছাত্রীর সাথে ছাত্রদলের বোনরা বিকেল ৪টার আগে ফরম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময়ে ওই হলের একদল উগ্র নারী শিক্ষার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা প্রদান করে। এসময় তারা মব উসকিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্তা করে ও শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে।