চবিতে অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তা বরখাস্ত, একজনের পদাবনতি

বিশ্ববিদ্যালয়ের ৫৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আর্থিক কেলেঙ্কারি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে অনৈতিকভাবে পদোন্নতির অভিযোগে কাউন্সিল মেম্বার আবদুল্লাহ আল আসাদকে পদাবনতি দিয়ে সেকশন অফিসার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক শিরীন আখতারের পিএস ও ইংরেজি বিভাগের সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মশিবুর রহমান। তাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, ঘুষ, অনৈতিক প্রভাব খাটানোসহ নানা অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

অন্যদিকে, আবদুল্লাহ আল আসাদের বিরুদ্ধে প্রযোজ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতা অপব্যবহার করে পদোন্নতি নেয়ার অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাকে পদাবনতি দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেটে আলোচনার পর প্রাথমিক তদন্তে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনকে পদাবনতি দেয়া হয়েছে।