শাকসু নির্বাচন : নিরাপত্তা জোরদারে মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ

‘শাকসু নির্বাচনে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। এজন্য তিন শতাধিক পুলিশ ও বিএনসিসির সদস্যরা কাজ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের মূল গেইট, পকেট গেইট ও গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ টিম কাজ করবে।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
শাকসু নির্বাচনে নিরাপত্তা জোরদারে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হবে
শাকসু নির্বাচনে নিরাপত্তা জোরদারে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হবে |ফাইল ছবি

আসন্ন ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারে তিন শতাধিক পুলিশ মোতায়েন করাসহ নানামুখী নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রক্টর অফিসে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘শাকসু নির্বাচনে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। এজন্য তিন শতাধিক পুলিশ ও বিএনসিসির সদস্যরা কাজ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের মূল গেইট, পকেট গেইট ও গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ টিম কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘এছাড়াও বাইরের রিকশা, অটো ও বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব গাড়ি ক্যাম্পাসে বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি মেডিক্যাল টিম সক্রিয়ভাবে কাজ করবে।’