মানারাতে সিএসই ক্রিকেট কার্নিভাল ২.০–এর চ্যাম্পিয়ন অ্যালগরিদম অ্যালায়েন্স

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ক্রিকেট কার্নিভাল ২.০ রোববার (২৩ নভেম্বর) স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মানারাতে সিএসই ক্রিকেট কার্নিভাল ২.০–এর চ্যাম্পিয়ন অ্যালগরিদম অ্যালায়েন্স
মানারাতে সিএসই ক্রিকেট কার্নিভাল ২.০–এর চ্যাম্পিয়ন অ্যালগরিদম অ্যালায়েন্স |নয়া দিগন্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ক্রিকেট কার্নিভাল ২.০ রোববার (২৩ নভেম্বর) স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এমআইইউ সিএসই ক্লাবের আয়োজনে সিএসই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বিভিন্ন দল খেলায় অংশ নেয়।

টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হয় অ্যালগরিদম অ্যালায়েন্স এবং ৬৮ ডিগ্রি দলের মধ্যে। প্রথমে ব্যাট করে ৬৮ ডিগ্রি দল ১০৫ রানের লক্ষ্য স্থির করে। জবাবে অ্যালগরিদম অ্যালায়েন্স ১০৪ রান সংগ্রহ করলে ম্যাচ গড়ে ওঠে রোমাঞ্চকর সুপার ওভারে। সুপার ওভারে অ্যালগরিদম অ্যালায়েন্স ১৬ রান সংগ্রহ করে, যা ৬৮ ডিগ্রি দল তাড়া করতে ব্যর্থ হয়। ফলে অ্যালগরিদম অ্যালায়েন্স চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য খাইরুল ইসলাম নির্বাচিত হন ‘ফাইনালের সেরা খেলোয়াড়’ হিসেবে।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন হাসান আল বান্না, এবং সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হন মেহেদী জোবায়ের।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ; সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম; আবদুল মাতিন, পরিচালক (ইন-চার্জ), শিক্ষার্থী বিষয়ক বিভাগ; এবং জাহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ ও ক্রীড়া ক্লাব মডারেটর। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পদক তুলে দেন।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন এবং টুর্নামেন্টের সফল সমাপ্তি উদযাপন করেন আনন্দ ও উচ্ছ্বাসের সাথে।