সৌদি আরবে প্রথম বাংলাদেশী হিসেবে শিক্ষায় সাঈদার অনন্য অর্জন

সৌদি আরবের বিখ্যাত উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশী ছাত্রী হিসেবে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন বাংলাদেশী নারী সাঈদা আক্তার।

আবু সাঈদ
সৌদি আরবের বিখ্যাত উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়
সৌদি আরবের বিখ্যাত উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

সৌদি আরবের বিখ্যাত উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশী ছাত্রী হিসেবে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন বাংলাদেশী নারী সাঈদা আক্তার। এটি সম্ভবত গোটা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশী ছাত্রীর প্রথম অনন্য অর্জন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সমন্বয়ে গঠিত এবং মক্কা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক কঠিন ও দীর্ঘ ডিফেন্স অনুষ্ঠান শেষে এই ডিগ্রি অর্জন করেন তিনি। বিষয়টি সাঈদা আক্তারের স্বামী ড. খলিলুর রহমান তার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মক্কা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশী ছাত্রী হিসেবে আমার সহধর্মিণী সাঈদা আক্তার আজ ১৮-১২-২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটায় একাধিক বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত যোগ্য ও সম্মানিত প্রফেসরদের সমন্বয়ে গঠিত এবং মক্কা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক কঠিন ও দীর্ঘ ডিফেন্স অনুষ্ঠান শেষে পিএইচডি ডিগ্রী অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।’

তিনি আরো বলেন, ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আরবি ভাষা না জানা অবস্থায় সৌদি সরকারের শিক্ষাবৃত্তির সুবাদে তার মক্কা বিশ্ববিদ্যালয়ে আগমন, অতঃপর আপনজন বিহীন প্রবাসের কঠিন সংগ্রামী সংসার জীবনে কৃতিত্বের সাথে আরবি ভাষা শিক্ষা কোর্স, অনার্স, মাস্টার্স ও এমফিল এবং ডক্টরেট ডিগ্রি অর্জন, স্বামী হিসেবে আমার প্রতি সর্বোচ্চ যত্নবান ও মনোযোগী হওয়া, পাঁচজন সন্তানের জন্ম ও কোনো সহযোগী ছাড়াই তাদের লালন-পালন, শিক্ষা-দীক্ষা ও সংসারের যাবতীয় দায়িত্বের ভার বহন, সাথে দাওয়াতি কার্যক্রম এবং আত্মীয়-স্বজন, হজ্জ ও ওমরা আদায়কারী আল্লাহর অতিথিদের মেহমানদারী ও সেবা প্রদানসহ বিভিন্ন ডিউটি পালন– এসবই ওর ওপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া ও অশেষ রহমত।

ড. খলিলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে বাংলাদেশ ও বাংলা ভাষাভাষীদের মুখ উজ্জ্বল করার তাওফিক দানের জন্য মহান রাব্বুল আলামীনের লাখো-কোটি শোকরিয়া আদায় করছি। ছাত্রী হিসেবে বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ মক্কার উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম, (সম্ভবত গোটা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথম বাংলাদেশী ছাত্রী হিসেবে) পিএইচডি ডিগ্রী অর্জন করায় তাকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তার দ্বারা ইসলাম ও মুসলিম উম্মাকে উপকৃত করেন এবং তাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী দান করেন–আমি নিজেও এ দুআ করছি এবং আপনাদের কাছেও সে দুআর দরখাস্ত রাখছি।