রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। উপস্থিতির হার ছিল ৮৫ শতাংশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এই পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অঙ্কন দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ।
ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে উপস্থিতির হার রুয়েট কেন্দ্রে ৮১ দশমিক ১৪ শতাংশ ও বুয়েট কেন্দ্রে ৮৮ দশমিক ৬৬ শতাংশ, গড় উপস্থিতি ৮৫ দশমিক ১৭ শতাংশ। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০ আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিংয়ে ৬০, আর্কিটেকচারে ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ৩০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ আসনসহ মোট আসন এক হাজার ২৩০টি।
সংরক্ষিত আসন পাঁচটি (বান্দরবান জেলার অধিবাসী একটি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী চারটি)।
প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘যদিও ভর্তি বিজ্ঞপ্তিতে দেয়া আছে ৬ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ, তবে আমরা এর আগেই ফলাফল প্রকাশের চেষ্টা করবো।’



