গোবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে ১,৪০০ কোরআন বিতরণ

‘ভাই-বোনদের কোরআন দিয়েছি শুধু বাসায় নিয়ে উঠিয়ে রাখার জন্য নয়, আমরা অনুরোধ করবো আপনার বাসায় নিয়মিত কোরআন অধ্যয়ন করবেন।’

Location :

Gopalganj
শিক্ষার্থীদের মাঝে ১,৪০০ কোরআন বিতরণ
শিক্ষার্থীদের মাঝে ১,৪০০ কোরআন বিতরণ |নয়া দিগন্ত

নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ফ্রিতে এক হাজার ৪০০ কোরআন বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. সোহেল হাসান। এছাড়া প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব, ফার্মেসি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের পরিচালক আবু দারদা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো- নবী করিম সা:-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পবিত্র কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেয়া। আগামীতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘সীরাতুন্নবী (সা:) সম্পর্কে জানলে আমরা মানবতার প্রকৃত দিকনির্দেশনা পাই। ইসলাম আমাদের জীবন বিধান, যা আত্মশুদ্ধি ও সমাজকল্যাণের বার্তা দেয়।’

প্রো-ভিসি বলেন, ‘আল-কোরআন মুসলিমসহ সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিয়মিত কোরআন পাঠ করা প্রয়োজন।’

আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পরিচালক আবু দারদা সোহান বলেন, ‘আজ আমরা প্রায় এক হাজার ৪০০ কপি কোরআন বিতরণ করেছি শিক্ষার্থীদের মাঝে। আমরা ভাই-বোনদের কোরআন দিয়েছি শুধু বাসায় নিয়ে উঠিয়ে রাখার জন্য নয়, আমরা অনুরোধ করবো আপনার বাসায় নিয়মিত কোরআন অধ্যয়ন করবেন। একইসাথে এর আলোকে ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে মেনে চলবেন।’