সমাজে রক্তদানে আগ্রহী মানুষকে সম্মান জানাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন নোবিপ্রবি ব্লাড ব্রিগেড আয়োজন করেছে ‘রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৫’।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি মিলনায়তনে এই আয়োজন হয়। এতে স্বেচ্ছায় নিয়মিত রক্তদান করে আসা ৭০ জনকে সম্মাননা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি মোহাম্মদ আব্দুল আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও নোয়াখালীর ভিন্ন ভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে রক্তদাতার অনুপ্রেরণার গল্প তুলে ধরেন নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। ২১ বার রক্ত দিয়েছেন তিনি। নিজের প্রথম রক্তদানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘হঠাৎ একদিন ফোন পেলাম একজন সন্তানসম্ভবা মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন। তখন আমি দ্বিধায় ছিলাম, পারব কিনা। প্রথমবার বলে খুব ভয়ও পেয়েছিলাম। কিন্তু রক্ত দেয়ার পর ওই পরিবারের চোখের কৃতজ্ঞতা, আবেগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তখনই সিদ্ধান্ত নিই নির্দিষ্ট সময় পরপর রক্ত দেব। আজও সেই অভ্যাস ধরে রেখেছি।’
তিনি আরো বলেন, ‘রক্তদানের পর শরীর সুস্থ থাকে। কিন্তু এর বাইরেও অন্য পরিবারকে বাঁচানোর যে মানসিক তৃপ্তি মেলে, সেটিই আসল আনন্দ।’
রক্তদানকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, ‘রক্তদাতাদের সম্মাননা দেয়ার উদ্দেশ্য হলো তাদের কাজের মূল্যায়ন করা এবং অন্যদেরও উৎসাহিত করা। আমরা চাই এই আয়োজন প্রতিবছর আরো বড় পরিসরে হোক। শুধু নোবিপ্রবিই নয়, পুরো নোয়াখালী জেলার যারা রক্ত নিয়ে কাজ করছেন, তাদের সবাইকে ধীরে ধীরে এই সম্মাননায় অন্তর্ভুক্ত করতে চাই। রক্তদান যেন দায়িত্ববোধে সীমাবদ্ধ না থাকে, বরং অভ্যাসে পরিণত হয়।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও নোয়াখালী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদাতা উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন রক্তদাতাদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন স্বেচ্ছায় রক্তদাতারা।