ডাকসু-জাকসু-চাকসুর মতো রাকসুতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। কেন্দ্রীয় ছাত্র সংসদে বিপুল জয় অর্জন করলো তারা। ২৩টি পদের বিপরীতে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস সালমান সাব্বিরসহ ২০ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তবে জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক আধিপত্যবিরোধী প্যানেলের সালাউদ্দিন আম্মার।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ১৭টি হলের সবগুলোতে ভিপি, জিএস, এজিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এদিকে ১৭টি হলের কোনোটিতে বড় ৩ পদে বিজয়ী হয়নি ছাত্রদল।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে যেসব সম্পাদক নির্বাচিত হয়েছেন— ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো: রাকিবুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো: মুজাহিদ ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব।
এছাড়া সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে আবু সাঈদ মোহাম্মাদ নুন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক মো: নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু।
কার্যনির্বাহী সদস্য পদে— মো: দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো: ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ নির্বাচিত হয়েছেন।
ছাত্রশিবিরের বাইরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনজন। সাবেক সমন্বয়ক ও আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার জিএস, তোফায়েল আহমেদ তোফা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ মোছা: নার্গিস খাতুন। বাকি ২০টি পদে ছাত্রশিবির জয়ী হয়েছেন।
এদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচজনের মধ্যে শিবির মনোনীত তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির।
অন্য দু’জন সিনেট সদস্য হলেন— সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।
৩৫ বছর পর নানা চড়াই উৎরাই পেরিয়ে অনুষ্ঠিত হলো ১৭তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর তার ফলাফল ভাঙলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ইতিহাস। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদে এর আগের ১৬ বারে কখনোই জেতেনি ছাত্রশিবির।
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।
এদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো: ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। এছাড়া ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।
রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘এ বিজয় শুধু শিবিরের নয়, এ বিজয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের। যারা আমাদের উপর বিশ্বাস রেখে এখানে বসিয়েছে। আমরা তাদের প্রতি দায়বদ্ধ। ৩৫ বছর পর রাকসু নির্বাচন হলো। বানচালকারীদের ষড়যন্ত্র রুখতে চারবার পিছিয়েছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে গড়ে তুলতে চাই।‘