হাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষে আবেদন শুরু ১৬ নভেম্বর

ফি পরিশোধের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন শুরু আগামী ১৬ নভেম্বর এবং শেষ হবে ১৯ ডিসেম্বর।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত ভর্তিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশ শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এবং ২০২২ সালের পূর্বে মাধ্যমিক/সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের অযোগ্য বলে গণ্য হবে।

জানা যায়, এ, বি, সি ও ডি ইউনিটে মোট এক হাজার ৭৯৫টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি এক হাজার টাকা এবং স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা পরিশোধ করতে হবে।

মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন দু’জন, পোষ্য কোটা ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি আসন ও বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত হিসেবে থাকবে।

এদিকে এ ও বি ইউনিটে আবেদনের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০, অ্যাগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ক্ষেত্রে ৪র্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এছাড়া সি ও ডি ইউনিটে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি, এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩.০০সহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

শর্তপূরণ সাপেক্ষে প্রার্থীদের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’র মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শেষে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৩ দিনে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।