ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিসহ সব ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যতীত সকল কোটা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে এসব দাবিতে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি দেন তারা।
বাকি দাবিগুলো হলো- জুলাই অভ্যুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সেশনজট নিরসনে অনুষদভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং বহিরাগতমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।
এ সময় ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমরা এ বিষয়গুলো নিয়ে কাজ করছি। তবে সব সময় বহিরাগত নিয়ন্ত্রণ করা কঠিন। তারপরেও আমরা এসব বিষয়ে ব্যবস্থা নেব।’
স্মারকলিপি প্রদানকালে প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ ও আব্দুল্লাহ নোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।