রাকসুতে শিবিরের প্যানেল থেকে জয়ী হলেন গণঅভ্যুত্থানে চোখ হারানো দ্বীপ

রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন গণঅভ্যুত্থানে চোখ হারানো রাবির শিক্ষার্থী দ্বীপ মাহবুব; তিনি শিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী ছিলেন।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
দ্বীপ মাহবুব
দ্বীপ মাহবুব |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে বিজয়ী হয়েছেন ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চোখ হারানো আইবিএর শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এ বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, ‘জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই যে কারণে আমি চোখ হারিয়েছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যাব।’

২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এসময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরো অনেকে। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে আবারো ক্লাস পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।