পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে পাবিপ্রবিতে পরীক্ষার্থী ছিল ৫৪১৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৯২.৩৫ শতাংশ।
শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরিক্ষা শুরু হওয়ার পর পাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র ও অভিভাবকদের বসার স্থান পরিদর্শন করেন।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করছেন পাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে জন্য আমরা সুযোগ-সুবিধা বাড়িয়েছি। উত্তরবঙ্গের শিক্ষার্থীরা এখানে বেশি এসেছে। আমাদের শিক্ষক ছাড়াও পাবনার সুনামধন্য স্কুল-কলেজের শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করেছেন। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি। স্বল্পসময়ে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ মে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ‘এ’ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।