হাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি শেষে ৫৭৭টি আসন ফাঁকা

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘প্রথম ধাপের ভর্তি শেষে ৫৭৭ আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ এবং ২৯ মে থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
হাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি শেষে ৫৭৭টি আসন ফাঁকা
হাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি শেষে ৫৭৭টি আসন ফাঁকা |নয়া দিগন্ত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম ধাপের ভর্তির প্রক্রিয়া শেষে দেখা গেছে, চারটি ইউনিটে ৫৭৭টি আসন ফাঁকা রয়েছে। প্রথম ধাপে ১২১৮ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে ৫৩৫ আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ৪২৪ শিক্ষার্থী। এই ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা ১১১।

‘বি’ ইউনিটে ৭৪০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৪৫১ শিক্ষার্থী। এখানে ফাঁকা আসনের সংখ্যা ২৮৯।

এছাড়া ‘সি’ ইউনিটে ২৮০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৯৯ শিক্ষার্থী। এখানে ফাঁকা আসনের সংখ্যা ৯৯।

‘ডি’ ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪৪ শিক্ষার্থী। এখানে ফাঁকা আসনের সংখ্যা ৯৬।

‘প্রথম ধাপের ভর্তি শেষে ফাঁকা আসন পূরণের জন্য দ্বিতীয় ধাপের ভর্তি কবে থেকে শুরু হবে’ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘প্রথম ধাপের ভর্তি শেষে ৫৭৭ আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ এবং ২৯ মে থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’