রোববার জবিতে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

পরবর্তীতে বিজ্ঞপ্তিতে সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
রোববার জবিতে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ
রোববার জবিতে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ |সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বারংবার ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রশাসন।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে আগামীকাল ২৩ নভেম্বর (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে।

এছাড়াও স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে বলে জানানো হয়।

পরবর্তীতে বিজ্ঞপ্তিতে সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়।