হামলা-অগ্নিসংযোগের বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকার সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।
শনিবার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ব্যস্ততম সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিল্পাঞ্চলের পণ্য পরিবহনের যানবাহনসহ সবধরনের যানবাহন আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে ব্যাপক হামলা, ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে এবং কয়েক শিক্ষার্থীকে আটকে রাখে। এঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ও সাভার মডেল থানায় পাল্টাপাল্টি মামলা করেন। ওই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ছয় দফা দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে শিল্পাঞ্চল খ্যাত খাগান এলাকার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সিটি ইউনিভার্সিটির উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেকানিক্যাল বিভাগের রাকিব ইসলাম, ইংরেজী বিভাগের আব্দুল্লাহ আল-ফারুক, একই বিভাগের সৈয়দ ইমন, বিবিএ বিভাগের তাওহিদ শান্ত, সিএসই বিভাগের নিশাদসহ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে। তারা দ্রুততম সময়ে ক্লাসে ফিরে যেতে চান। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিসমূহ পূরণ হলেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসাথে শুরু হবে।
তাদের দাবিগুলো হলো, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এই অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, হামলায় আহত সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিনষ্ট পরিবহনসমূহের ক্ষতিপূরণ প্রদান করা, যেসব ড্যাফোডিল শিক্ষার্থী সরাসরি এই হামলায় জড়িত ও যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উসকে দিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করা, হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, দায়িত্ব অবহেলায় শাস্তি বিধান করা, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের (এপিইউবি) সভাপতি সবুর খানের নীরবতা তার পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে তাকে অপসারণ করা।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল ওহাব নয়া দিগন্তকে জানান, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খাগান বাজার এলাকায় তাদের ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।



