ভূমিকম্প-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৭ নভেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চললেও হবে না পরীক্ষা।
রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪-২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে ক্লাস চলবে এবং পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।
তবে যেসব বিভাগে মৌখিক পরীক্ষা চলমান সেগুলোতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করতে পারবে।
এ সময় কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগার বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল আগামী ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আগামীকাল সোমবার ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে। কমিটির রিপোর্টসহ আগামী ৪ ডিসেম্বর পুনরায় সভা অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তবে, এ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।
উল্লেখ্য, চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
এছাড়া ভিসির নির্দেশে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে পরিবহন সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে দু’টি করে এবং রংপুর বিভাগে তিনটি বাস যাবে।
এ বাসগুলো আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।



