বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। দুপুর ১২টার পরিবর্তে আজ বিকেল ৪টায় শুরু হবে এই কর্মসূচি।
দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সময়সূচি ঘোষণা করা হয়। জানা গেছে, শিক্ষকদের দাবিগুলো নিয়ে সচিবালয়ে সভা চলছে। সেখান থেকে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আন্দোলনকারীরা। সিদ্ধান্তে তাদের দাবি না মানলে লং মার্চ শুরু করবেন তারা।
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার অনুরোধেই বিকেল ৪টা পর্যন্ত লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন শিক্ষকরা।
শিক্ষক নেতা অজিজী বলেন, ‘এনসিপির নেতা, আমাদের পাশে সব সময় যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
অজিজী বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’
এদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।