শাবিপ্রবিতে ফটোগ্রাফি ও ফটো জার্নালিজমবিষয়ক কর্মশালা

শনিবার সাস্ট রিসার্চ সেন্টারের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
ফটোগ্রাফি ও ফটো জার্নালিজমবিষয়ক কর্মশালা
ফটোগ্রাফি ও ফটো জার্নালিজমবিষয়ক কর্মশালা |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’র উদ্যোগে দিনব্যাপী ‘ভিজুয়াল ট্রুথস : অ্যা ওয়ার্কশপ অন ফটোগ্রাফি অ্যান্ড ফটো জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সাস্ট রিসার্চ সেন্টারের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে অনুষ্ঠানের উদ্বোধনী করা হয়। পরে বিকেল ৫টার দিকে অনুষ্ঠানের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সেশনে শাবি প্রেস ক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ। কর্মশালায় দু‘জন রিসোর্স পার্সন ছিলেন। বেসিক ফটোগ্রাফি বিষয়ে আলোচনা করেন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশিকুর রহমান সাকিব এবং ফটোজার্নালিজম বিষয়ে আলোচনা করেন প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ।

সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, ‘ছবির মাধ্যমে অনেক বিষয়ে আমরা ধারণা পেয়ে থাকি। নিউজ লেখার পাশাপাশি সাংবাদিকদের ছবি তোলার দক্ষতা থাকা প্রয়োজন। আজ ফটোগ্রাফিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আশা করি, এ আয়োজন ফলপ্রসূ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘শাবি প্রেস ক্লাবের সাংবাদিকরা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্লাব নেতৃবৃন্দ। ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসব থেকে প্রাপ্ত জ্ঞান সাংবাদিকতার ক্ষেত্রে কাজে লাগবে বলে আশাবাদী। প্রেস ক্লাবের সাংবাদিকদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।‘

শাবি প্রেস ক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, ‘আমরা গতানুগতিক বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি। তবে সুন্দর ও অথপূর্ণ ছবি তুলতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। আর সেটির জন্য ফটো তোলার দক্ষতা অর্জন প্রয়োজন। ক্লাবের সাংবাদিকরা নিউজ লেখার পাশাপাশি ভালোমানের ছবি যেন তুলতে পারে সেই লক্ষ্যে এ প্রোগ্রামের আয়োজন করেছি। আশা করি এটি থেকে তারা উপকৃত হবে এবং বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবে।’